ব্রেকিং নিউজ

বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন জন মিলটন অন্ধত্ব যাকে দমিয়ে রাখতে পারেনি


জন মিলটন

জন্ম: ১৬০৮ সালের ০৯ ডিসেম্বর
মৃত্যু: ১৬৭৪ সালের ০৮ নভেম্বর

বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন জন মিলটন।সেক্সপিয়ারের পর যার অবস্থান।প্যারাডাইট লস্ট তার কালজয়ী মহাকাব্য এর জন তিনি অমর হয়ে আছেন যেটি লেখা শুরু হয় ১৬৫৮ সালে এবং শেষ হয় ১৬৬৩ সালে। এ সময় তিনি অন্ধ ও দরিদ্র ছিলেন। ১৬৭৪ সালে কব্যটির ২য় সংস্কার প্রকাশিত হয়।মহাকব্যটি তার নিজের জীবনের হতাশা এবং ব্যর্থতা তুলে ধরে, একই সঙ্গে মানুষের সুপ্ত ক্ষমতাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ২৭ এপ্রিল ১৬৬৭ সালে স্যামুয়ের সিমন্স প্যারাডাইজ লস্টের গ্রন্থস্বত্ব বিক্রি করেন যা ২০০৮ সালের ৭৪০০ পাউন্ডের সমতুল্য।

১৬২৬ সালে কলেজে পড়ার সময় তার প্রথম কবিতা প্রকাশিত হয়।
১৬৩৯ সালে তিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
১৬৪৩ সালে তিনি ম্যারি পাওয়েল নামে এক মহিলার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন।


১৬৪২ সালে পার্লামেন্টে এবং রাজার মতবিরোধের কারনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হলে মিলটন পার্লামেন্টের সমর্থনে গদ্য রচনা শুরু করেন।১৬৪৪ সালে সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে লিখিত তার Areopagitica গ্রন্থটি বিশেষ আলোড়ন সৃষ্টি করে।১৬৫১ সালে তিনি কমনওয়েলথ নিউজপেপার কর্তৃক প্রকাশিত Mercurius Polilicus পত্রিকার প্রধান সম্পাদক পদে যোগ দেন।এসময় থেকে কঠোর কর্তব্যপরায়ণতার কারণে অত্যাধিক পরিশ্রম করার ফলে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে এবং ১৬৫২ সালে পুরোপুরি অন্ধ হয়ে যান। অন্ধ থাকা অবস্থায় তার “প্যারাডাইস লস্ট” লেখা হয়।১৬৬৮ সালের প্যারাডাইজ লস্টের একটি সংস্করণ যা মিলটনের ব্যক্তিগত কপি ওয়েস্টার্ন অন্টেরীয় বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় সংরক্ষিত আছে।

কোন মন্তব্য নেই

রুয়ান্ডার গণহত্যা

মুরাম্বি কারিগরী বিদ্যালয়ে সংঘটিত গণহত্যার শিকারদের খুলি “আর কখনোই নয়“ এই প্রত্যয় নিয়ে প্রতিবছরের ৭ এপ্রিল রুয়ান্ডা তার রাষ্ট্রে ঘটে...